ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এক বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার করেছে হুন্ডি কারবারিরা
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে এক বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার করেছে হুন্ডি কারবারিরা। ইতোমধ্যে ডিজিটাল হুন্ডি ব্যবসায় জড়িত ১৬ জনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

সিআইডির এই কর্মকর্তা বলেন, আটককৃত ১৬ জনের মধ্যে ৬ জন বিকাশ এজেন্ট, ৩ জন বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার, ৩ জন বিকাশের ডিএসএস, ২ জন হুন্ডি এজেন্ট, একজন হুন্ডি এজেন্টের সহযোগী ও একজন হুন্ডি পরিচালনাকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গত চার মাসে ২০ কোটি ৭০ লাখ টাকা পাচার হয়েছে।

তিনি বলেন, সিআইডির সাইবার ইন্টেলিজেন্স আরও তদন্ত করে জানতে পারে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হুন্ডির সঙ্গে বিকাশ, নগদ, রকেট ও উপায়ের ৫ হাজার এজেন্ট জড়িত। তারা গত চার মাসে ২৫ হাজার কোটি এবং এক বছরে ৭৫ হাজার কোটি টাকা পাচার করেছে।

বিডি প্রতিদিন/ফারজানা 



এই পাতার আরো খবর