ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

২৯ আসামি নিয়ে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা মামলার বিচার শুরু
অনলাইন ডেস্ক
প্রতীকী ছবি

রোহিঙ্গাদের শীর্ষ নেতা আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান মুহিবুল্লাহ হত্যা মামলায় ২৯ জনকে আসামি করে চার্জ গঠন করেছেন কক্সবাজার দায়রা ও জজ আদালত। 

রবিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৯ আসামির মধ্যে ১৫ জন হাজির ছিলেন। বাকি ১৪ জন পলাতক।

এর আগে একই দিন দুপুরে সেই চার্জশিট আমলে নিয়ে বিচারকাজ শুরুর আদেশ দিয়েছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল। 

উল্লেখ্য, ২০২১ সালে ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লাম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সংগঠনের কার্যালয়ে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। তিনি ওই সংগঠনের চেয়ারম্যান ছিলেন। পরদিন ৩০ সেপ্টেম্বর মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন। এ মামলার সাক্ষী ৩৮ জন। ৮ মাস ১৩ দিন পর ১৩ জুন ২৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় পুলিশ।

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর