ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বড়াইগ্রামে গৃহবধূ বিনা হত্যার বিচার দাবি
নাটোর প্রতিনিধি
বড়াইগ্রামে গৃহবধূ বিনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামের চৌমুহন গ্রামের গৃহবধূ বিনা খাতুন (১৮) হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার জোনাইল পাগলা বাজারে রাজাপুর-জোনাইল সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ইউপি সদস্য ইমরান হোসেন কালু, নিহতের বাবা বেলাল হোসেন, মা নাজমা বেগম, ভাই মেহেদী হাসান, সমাজসেবক দুলাল প্রামাণিক ও শামীম আহমেদ।

বক্তারা বলেন, গত ৪ সেপ্টেম্বর বীনাকে তার স্বামী মাসুম স্বজনদের সহযোগিতায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। পরে কৌশলে এটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। কিন্তু বীনা যে আত্মহত্যা করেনি, তা পরিষ্কার। তার সারা শরীরে আঘাতের চিহ্ন আছে।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনে যদি হত্যার প্রমাণ মেলে, তাহলে এটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর