ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নিম্নচাপ; হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ-চলাচল বন্ধ
নোয়াখালী প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলা নোয়াখালীর সুবর্ণচর, হাতিয়া ও নিঝুম দ্বীপে গত ২ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২ দিন থেকে দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ চলাচল বন্ধ রয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযানকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। এর ফলে দেশের অন্য কোথাও থেকে লোকজন হাতিয়ায় আসতে পারছেন না এবং হাতিয়া থেকে কেউ বাইরে যেতে পারছে না।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বুধবার দুপুরে জানান, আবহাওয়া অধিদপ্তর থেকে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় মানুষের জানমাল রক্ষায় বাড়তি সতর্কতা হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌযান বন্ধ থাকবে।

কোস্টগার্ড সদস্যরা মাইকিং করে লোকজনকে আবহাওয়া সংকেত মেনে চলার আহবান জানাচ্ছে।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর