ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘আইসিটি শিক্ষাকে আরও বেশি কার্যকর করতে হবে’
কুমিল্লা প্রতিনিধি
আইটি শিক্ষাকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে হবে

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইটি শিক্ষাকে আরও বেশি কার্যকর ও ফলপ্রসূ করতে হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ধারায় এগিয়ে যেতে প্রযুক্তিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে।

শনিবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার নবিয়াবাদে কুমিল্লা মডেল কলেজ মাঠে আয়োজিত ‘শিক্ষার মান উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম এসব কথা বলেন।

আলোচনা সভায় দেবিদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা মডেল কলেজের প্রতিষ্ঠাতা মো. আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মো. মামুনুর রশিদ ও প্রভাষক শাহাজাদী নিলুফা গুলশানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. জিল্লুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান, বাংলাদেশ ইকোনোমিক জোন অথরিটি জোন ডেভেলপম্যান্ট কনসাল্টেন্ট একেএম মাহববুর রহমান, বাংলাদেশ গ্রামীণ টেলিকম ট্রাষ্টের সিএফও এন্ড সেক্রেটারি সুলতান আহমেদ ভূইয়া, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান তপন বকশী, দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা। এছাড়া অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, কুমিল্লা মডেল কলেজের অধ্যক্ষ মেজর (অবসরপ্রাপ্ত) নাছিরুল ইসলাম মীর, প্রধান শিক্ষক পরিমল দত্ত, আবুল মোমেন, বিষ্ণ পদ দেব, ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

বিডিপ্রতিদিনি/কবিরুল



এই পাতার আরো খবর