ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ভারত
পেট্রাপোল বন্দরে স্ট্রোক করে বাংলাদেশি ট্রাকচালকের মৃত্যু
বেনাপোল প্রতিনিধি
প্রতীকী ছবি

ভারতের পেট্রাপোল স্থলবন্দরে বাংলাদেশি এক ট্রাকচালক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার বিকালে চালক ফারুক হোসেনের মৃত্যু হয়। ফারুক বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের বাসিন্দা।

ফারুকের মৃত্যুর খবর আজ শনিবার সকালে ট্রাক শ্রমিক সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ঘেনা নিশ্চিত করে জানান,  ট্রাকে করে ফারুক পণ্য নিয়ে আজ দুপুর দুইটার সময় ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। ট্রাকে থাকা পণ্য খালাস হওয়ার আগেই তার মৃত্যু হয়। মৃতদেহটি বর্তমানে বনগাঁ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক মনিরুল ইসলাম বাংলাদেশি ট্রাকচালকের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, মৃতদেহটি দেশে ফেরত আনার জন্য পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ ভারত থেকে বাংলাদেশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর