ঢাকা, রবিবার, ২১ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বরগুনায় জেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত
বরগুনা প্রতিনিধি

বরগুনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‌জেলা সাহিত্য মেলা। শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঙ্গলবার সকাল ১০টায় আয়োজিত সাহিত্য মেলায় জেলার তৃণমূলসহ সকল স্তরের ২ শতাধিক কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, শিল্পীরা অংশ নেন।

বাংলা একাডেমীর সমন্বয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা পর্যায়ে সাহিত্যকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্দেশেই সাহিত্য মেলার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব ড. মো. খালেদ হোসেন, বাংলা একাডেমীর পরিচালক ড. মো. মহসিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমীর সম্পাদক আ্যাডভোকেট মনিরুজ্জামান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ৬৪ জেলায় সাহিত্য মেলার আয়োজন করা হয়েছে। সাহিত্য মেলার আয়োজনে হারিয়ে যাওয়া সাহিত্য-সাংস্কৃতিকে উজ্জীবিত করে নিভৃতে থাকা কবি-সাহিত্যিকদের তাদেরকে মূল্যায়ন করা। দ্বিতীয় পর্বে প্রবন্ধ উপস্থাপন, কবি-লেখকদের রচনা উপস্থপন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

বিডি প্রতিদিন/ফারজানা



এই পাতার আরো খবর