ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

এক যুগ পর পার্বতীপুর পৌরসভার নির্বাচন কাল
দিনাজপুর প্রতিনিধি
এক যুগ পর পার্বতীপুর পৌরসভার নির্বাচন কাল

দীর্ঘ ১১ বছর ৯ মাস পর আগামীকাল বুধবার দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের সকল প্রস্তুতি শেষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে জেলা নির্বাচন কমিশন সব ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

এবার ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হচ্ছে। ভোটকে ঘিরে বইছে উৎসবের আমেজ। পৌর এলাকার সর্বত্রই পোস্টার-ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। পার্বতীপুর পৌরসভা নির্বাচনে দুজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা কাউন্সিল ১৮ ও সাধারণ কাউন্সিল পদে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জানা যায়, স্থানীয় সরকার নির্বাচনের ১১ বছর ৯ মাস পাঁচদিন পর পার্বতীপুর পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। ১৯৭২ সালে গড়ে ওঠা পার্বতীপুর পৌরসভা ২০১৪ সালে ২৯ সেপ্টেম্বর প্রথম শ্রেণির পৌরসভার মর্যাদা পায়। ২০১১ সালের ২৭ জানুয়ারি পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।

পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সহ-সভাপতি এ জেড এম মেনহাজুল হক (নারিকেল গাছ)।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে পার্বতীপুর পৌরসভার ৯ ওয়ার্ডের ৩৩ হাজার ৩৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে মহিলা ভোটার ১৬ হাজার ৯২৬ ও পুরুষ ভোটার ১৬ হাজার ৪৭০ জন। পৌরসভায় ১৩টি ভোট কেন্দ্রে ১০৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১১ সালের ২৭ জানুয়ারি পার্বতীপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। পার্বতীপুর পৌরসভার আয়তন বৃদ্ধির কারণে রামপুর ও পলাশবাড়ী ইউনিয়নের সাথে সীমানা জটিলতা সৃষ্টি হলে এতদিন পার্বতীপুর পৌরসভা নির্বাচন স্থগিত থাকে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর