ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বঙ্গবন্ধু রেল সেতুর সাড়ে তিন হাজার টন নির্মাণসামগ্রী নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ
বাগেরহাট প্রতিনিধি

যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণসামগ্রী নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে ‘এম ভি ইয়ং শুন’ নামের একটি জাহাজ। বুধবার সন্ধ্যায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ৩ হাজার ৫০৩ দশমিক ৪৫৫ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে জাহাজটি নোঙর করে। এটি বঙ্গবন্ধু রেল সেতুর স্টিল পাইপের ১২ তম চালান। বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানিয়েছে।

বিদেশি জাহাজ ইয়ং শুনের স্থানীয় শিপিং এজেন্ট ‘হক এন্ড সন্স লিমিটেডের ব্যবস্থাপক মো. শওকত আলী জানান, বুধবার সন্ধ্যায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে জাহাজটি নোঙর করার পর রাত থেকে স্টিলের পাইপসহ মেশিনারি পণ্য খালাস শুরু হয়। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পণ্য খালাসের পর নদী পথে এগুলো সিরাজগঞ্জের যমুনা নদীতে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতু এলাকায় পাঠানো হবে। 

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মো. ওয়াদুদ তরফদার জানান, গত ৬ নভেম্বর ভিয়েতনামের ফুমে বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্য ছেড়ে আসে ইয়ং শুন জাহাজটি। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই জাহাজ থেকে মেশিনারি পণ্য খালাস শেষ হবে।

উল্লেখ্য, সিরাজগঞ্জে যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু রেলওয়ে সেতু হচ্ছে দেশের সর্ববৃহৎ রেল সেতু। মোট ৫০টি পিলারের ওপর গড়ে উঠবে ৪ দশমিক ৮ কিলোমিটারের ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুটি।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর