ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আখাউড়ায় ৫২টি কচ্ছপ নদীতে অবমুক্ত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত থেকে উদ্ধারকৃত ৫২টি বিভিন্ন প্রজাতির কচ্ছপ নদীতে অবমুক্ত করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের বড় বাজার এলাকায় তিতাস নদীতে কচ্ছপগুলো অবমুক্ত করা হয়। এর আগে শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলার দক্ষিণ ইউনিয়নের ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. মনির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল ভারত সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রাম থেকে কচ্ছপগুলো উদ্ধার করে।

কচ্ছপ অবমুক্তকালে উপস্থিত ছিলেন আখাউড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রওনক জাহান, নায়েব সুবেদার মো. মনির হোসেন, ফরেস্টার আসাদুজ্জামান খান প্রমুখ।

ফকিরমোড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. মনির হোসেন বলেন, আব্দুল্লাহপুর গ্রামের পাশে খালের পাড় থেকে ৩টি বস্তা ভর্তি অবস্তায় ৫২টি কচ্ছপ উদ্ধার করি। এগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল বলে মনে হয়েছে।

আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, কচ্ছপগুলো অত্যন্ত বিরল প্রজাতির। এগুলো আমাদের জীব বৈচিত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য মৎস্য সংরক্ষণ আইন এবং বন্য প্রাণী সংরক্ষণ আইনে কচ্ছপগুলো নদীতে অবমুক্ত করা হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর