ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ার শেরপুরে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়িতাকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক,বগুড়া

বেগম রোকেয়া দিবস উপলক্ষে বগুড়ার শেরপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার বেলা বারোটায় উপজেলা পরিষদের সভাকক্ষে বিভিন্ন বিষয়ে অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়।

উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা। বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, মৈত্রীর নির্বাহী পরিচালক আব্দুস সাত্তার, পৌর কাউন্সিলর শারমিন আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কালের কণ্ঠের শেরপুর প্রতিনিধি আইয়ুব আলী।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সংবর্ধনা পাওয়া পাঁচজন জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ঝর্ণা সরকার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মোছা. নাছিমা আক্তার, সফল জননী হিসেবে চায়না বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী হিসেবে মোছা. আফরোজা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় আঙ্গুরী বেগম। এসব জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দিয়ে সংবর্ধনা দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা। এর আগে মহিয়সী নারী বেগম রোকেয়ার জীবন-কর্ম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর