ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

শেরপুরে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়
অনলাইন ডেস্ক

শেরপুরের শ্রীবরদী উপজেলার ষাইট কাকড়া বিলে ঐতিহ্যবাহি ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকালে হাজার হাজার মানুষ আনন্দ উদ্দীপনায় এই ঘোড়া দৌড় দেখেন।

এই প্রতিযোগীতার আজ ছিল উদ্বোধন। স্থানীয় পৌর কাউন্সিলর রাসেল মিয়ার উদ্যোগে অনুষ্ঠিত ঘোড়দৌড় প্রতিযোগীতাকে কেন্দ্র করে বিলে মেলা বসে। 

উদ্যেক্তারা জানিয়েছে, আরও অন্তত তিন ধাপে খেলা অনুষ্ঠিত হওয়ার পর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। চূড়ান্ত খেলায় দেশের শতাধিক ঘোড়দৌড়বিদ অংশগ্রহণ করবে বলে জানা গেছে। 

২০ বছর ধরে এই বিলে পৌষ মাসে ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়। দৌড় প্রতিযোগীদের জন্য থাকছে ফ্রিজ, টেলিভিশন, মোবাইলসহ অন্তত ২৫টি পুরস্কার।

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর