ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বড়দিন উদযাপনে প্রস্তুত নোয়াখালী
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন উপলক্ষ্যে শেষ মুহূর্তের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গির্জায় সাজ সাজ রব বিরাজ করছে। নানান রঙে সাজানো হয়েছে গির্জার চারপাশ, বিভিন্ন প্রবেশ পথে আলোকসজ্জ্বা করা হয়েছে। 

শনিবার রাত সাড়ে ১০টা থেকে যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষ্যে নাটকের মধ্য দিয়ে অনুষ্ঠান ও প্রার্থনা শুরু হবে। রাত ১১টায় মিশা (প্রার্থনা) ও রাতভর নানা অনুষ্ঠান চলেবে। রবিবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত আনন্দ উৎসব চলবে। সদর উপজেলার সোনাপুর লুর্দের রানী ধর্মপল্লীতে গির্জায় এ অনুষ্ঠান চলবে। এছাড়া আরও সদরের ২টি জায়গায় বড়দিন পালন করা হবে।

লুর্দের রানী ধর্মপল্লীর গির্জায় দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারী, নিরাপত্তা কর্মী ও ব্রাদার আন্দ্রে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সিস্টার আগ্নেশ রোজারিও জানান, করোনার কারনে গত ২ বছর যিশু খ্রিষ্টের জন্মদিনের অনুষ্ঠান ছোট আকারে উদযাপন করা হয়েছে। বড় ধরনের অনুষ্ঠান করা হয়নি। এ বছসর বড় আকারে ব্যাপক উৎসবের মাধ্যমে উদযাপন করা হচ্ছে।   

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর