ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

রাঙামাটিতে বনভান্তের জন্ম উৎসবে ত্রিপিটক শোভাযাত্রা
ফাতেমা জান্নাত মুমু,রাঙামাটি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের আর্যপুরুষ মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৪ তম জন্ম উৎসবে ত্রিপিটক শোভাযাত্রা বের হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাঙামাটি রাজ বন বিহার চত্বরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্ম গ্রন্থ ত্রিপিটক শোভাযাত্রা উদ্বোধন করেন রাজবন বিহারের ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির।  শোভাযাত্রাটি রাঙামাটি রাজবন বিহার এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজবন বিহারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় মোটরসাইকেল ছাড়াও ট্রাক, পিকআপ, জিপ, অটোরিকশা, মাইক্রোবাসে কয়েক হাজার পুর্ণার্থী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। ভক্ত ও পুর্ণার্থীরা রাঙামাটির রাজবন বিহার এলাকা, কোর্ট বিল্ডিং, বনরূপা সড়কের দুই পাশে দাঁড়িয়ে  ত্রিপিটকবাহী গাড়ী বহরে ফুল ছিটিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, দেশের বৃহত্তম বৌদ্ধ মন্দির রাঙামাটি রাজ বন বিহারের অধ্যক্ষ ও আর্যপুরুষ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তে ১৯২০ সালের ৮ জানুয়ারি রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের মোড়ঘোনা গ্রামের জন্মগ্রহণ করেন। তিনি ২০১২ সালের ৩০ জানুয়ারি ৯৩ বৎসর বয়সে মহাপরিনির্বাণ (দেহত্যাগ) লাভ করেন। আগামী ৮ জানুয়ারি রাঙামাটি রাজবন বিহারে আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আর্যপুরুষ মহাসাধক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৪ তম জন্ম উৎসব পালন করা হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর