ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বলেশ্বর নদে ট্রলারডুবি, আরেকজনের মৃতদেহ উদ্ধার
বরগুনা প্রতিনিধি
প্রতীকী ছবি

বরগুনার পাথরঘাটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বলেশ্বর নদের সুন্দরবন অংশে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবি হয়। নিখোঁজ বায়জিদ (১৭)  নামে এক জেলের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। বুধবার অপর জেলে ইউসুফ বেপারির (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 এই তথ্য নিশ্চিত করেছেন পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন।

গত ৩ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পাথরঘাটা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম সুন্দরবনের পক্কিদিয়া লাচি এলাকায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিম বেপারির ছেলে ইউসুফ বেপারি (২২) ও আমিন বেপারির ছেলে বায়েজিদ (১৭) নিখোঁজ হয়। দুজন সম্পর্কে চাচাত ভাই।

ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, বুধবার সকাল ৯ টার দিকে বায়েজিদের বাড়ির পাশে নদীর চরে জানাজা নামাজ চলছিল। জানাজা শেষে কালাম নামে এক জেলে খবর দেয় জানাজা স্থলের পাশেই বলেশ্বর নদীতে ইউসুফের মরদেহ ভাসছে। এরপর ইউসুফের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়। বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর