ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সখীপুরে বাল্যবিবাহ যৌতুক, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিবাহ, যৌতুক, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় কাকড়াজান ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী বাদল, কাকড়াজান ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) সমন্বয়কারী মো. লুৎফর রহমান, সাংবাদিক ইসমাইল হোসেন প্রমুখ বক্তব্য দেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ তিন শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর