ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

যশোরে ভেজাল মদ তৈরি চক্রের ৫ সদস্য আটক
নিজস্ব প্রতিবেদক, যশোর:

যশোরে স্পিরিট মিশিয়ে বিষাক্ত মদ তৈরির একটি চক্রের ৫ সদস্যকে আটক করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ২০ দিন করে কারাদন্ড ও ৫০০ টাকা করে জরিমানার আদেশ দেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন যশোর সদর উপজেলার মাছবাজার এলাকার গৌড় ঘেষের ছেলে মনোরঞ্জন ঘোষ, সদর উপজেলার ভায়না ফতেপুর এলাকার আনন্দ বিশ্বাসের ছেলে অসীম বিশ্বাস, বাগডাঙ্গা ফতেপুর এলাকার নিমাইয়ের ছেলে লিংকন, বিজয় বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাস ও ছাতিয়ানতলার পোলাদ আলীর ছেলে ইমতিয়াজ।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, সম্প্রতি যশোরে বিষাক্ত মদ পান করে তিনজনের মৃত্যু হয় ও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকেই বিষাক্ত মদ বিক্রেতাদের ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাতে বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ জনকে আটক ও তাদের কাছ থেকে স্পিরিট মেশানো সাড়ে সাত লিটার বিষাক্ত মদ উদ্ধার করা হয়। পরে ৫ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য সরকারের কাছে নিয়ে গেলে তিনি প্রত্যেককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা করে জরিমানা করেন। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর