ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

উগ্রবাদ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার
নীলফামারী প্রতিনিধি

‘উগ্রবাদ প্রতিরোধে শিক্ষক, ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের ভূমিকা’ শীর্ষক দিনব্যাপী সেমিনার আজ নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইন্স নীলফামারীর ড্রিল সেডে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দিদারুল ইসলাম। অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) উপ-কমিশনার নাজমুল ইসলাম। 

উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাইবার ক্রাইম এবং উগ্রবাদ ও জঙ্গিবাদ  সাইবার ক্রাইম প্রতিরোধে করণীয় ও বর্জনীয় নিয়ে আলোচনা করা হয়। নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) আমিরুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর