ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পিরোজপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
পিরোজপুর প্রতিনিধি

আগামী ২০ ফেব্রুয়ারি জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে পিরোজপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি শফিউল হক মিঠু, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইশতিয়াক আহমেদ। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, জেলার একটি শিশুও ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়া থেকে বাদ যাবেনা না। সে বিষয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে পিরোজপুর স্বাস্থ্য বিভাগ। এ বছর পিরোজপুর জেলার সাতটি উপজেলা ও দুইটি পৌরসভা এবং ৫৩টি ইউনিয়নের ১ লাখ ৩০ হাজার ৩৩০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান হবে।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর