ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যাগে শহিদ দিবস পালিত
গাজীপুর প্রতিনিধি

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। মঙ্গলবার প্রত্যুষে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 

শহিদ বেদিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, বিশ্বব্যাপী ভাষা সুরক্ষার মূল অনুপ্রেরণা বাঙালির ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের নব শক্তির জাগরণ ঘটেছে। সেই নবশক্তির জাগরণ স্বাধীনতা এবং মুক্তির সংগ্রাম নিশ্চিত করেছে। মূলত, ভাষার সেদিনকার দাবি বাংলাদেশ জাতিরাষ্ট্রের এক অনন্য সূচনা ছিল, যার মধ্য দিয়ে আমাদের ঐক্যের সুর নিশ্চিত হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা আজও ঐক্যবদ্ধ আছি। আমাদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরও ভাষা আছে। সেটিও আমরা নিশ্চিত করতে চাই। কারণ বহু মাতৃকতার মধ্যে সমন্বয় জাতিরাষ্ট্রের অন্যতম উপাদান।

কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য স্থপতি প্রফেসর ড. নিজামউদ্দিন আহমেদ, ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক ও বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ। 

এদিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্মৃতির মিনারে প্রত্যুষে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহ যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুরূপ কর্মসূচি পালন করে। একুশের প্রত্যুষে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয়, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এবং আঞ্চলিক কেন্দ্রসমূহে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর