ঢাকা, শনিবার, ২৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন ভারতীয় নাগরিকরা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়ায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন ভারতীয় নাগরিকরা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ১২ জন ভারতীয় নাগরিক। মঙ্গলবার সকাল ১০টায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা এসব নাগরিকদের পেয়ে উচ্ছ্বসিত বগুড়াবাসী। বাঙালি জাতিসত্তার এই বিশেষ দিনে তাদের পেয়ে অনেকেই ছবি তুলছেন ও কথা বলছেন।

পশ্চিম বঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলা শহর বালুরঘাট থেকে বালুরঘাট ছন্দম নামে নৃত্যদল ও মুক্তাক্ষর নামে সাহিত্য সংগঠন বগুড়া শহীদ বেদীতে ফুল দেন। এরপর ১২ সদস্যের এই টিম সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন এবং কবিতা পাঠ করেন।

ছন্দমের সেক্রেটারি পূর্বা বঙ্গোপ্যাধায় জানান, ভাষা দিবস এমনভাবে বাংলাদেশে পালন হয়, চোখে না দেখলে বুঝতেই পারতাম না। রাত থেকে পরদিন শহীদ বেদীতে ফুল দেয়া যেন বাংলা ভাষার উপর গভীর শ্রদ্ধা। সত্যিই অভিভূত। বার বার একুশে আসতে চাই।

মুক্তাক্ষরের সভাপতি দেবাশীষ অধিকারী জানান, শ্রদ্ধা এবং ভালোবাসার দিন যেন একুশ। ভাষায় প্রকাশ করতে পারবো না একুশের আয়োজন। মন ভরে গেছে একুশে আসতে পেরে। একবার নয়, বার বার আসবো।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর