ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

কুড়িগ্রামে বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে লোকসঙ্গীত অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিসংতা বন্ধে লোকসঙ্গীত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে সচেতনতামূলক লোকসঙ্গীত পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন ললিতকলা একাডেমি। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া। এ সময় বক্তব্য রাখেন ইউপি মেম্বার আব্দুর রহিম রিপন, প্রকল্প কর্মকর্তা জেমস উজ্জ্বল শিকদার, ললিতকলা একাডেমির মোস্তাফিজ প্রমুখ।

ইউনিসেফের আর্থিক সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সোশ্যাল বিহেভিয়ার চেইঞ্জ প্রকল্পের মাধ্যমে বালবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে কুড়িগ্রাম সদর উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর