ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

‘সংস্কৃতি চর্চার মাধ্যমে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে’
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা আইডিয়াল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রত্যয়-এর নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নিয়মিতি পড়ালেখার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে। সংস্কৃতি চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভা বিকাশ ঘটে। সফল হওয়ার জন্য সঠিক পরিকল্পনা করে সঠিক কাজ সঠিক সময়ে করতে হবে।

কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক গোলাম মোস্তফা,  শুভেচ্ছা বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, অনুষ্ঠানের সদস্য সচিব ও বাংলা বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর