ঢাকা, বুধবার, ২৪ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নোংরা পরিবেশে কাঁচাগোল্লা তৈরির অপরাধে জরিমানা
নাটোর প্রতিনিধি
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

নাটোরে অপরিচ্ছন্ন পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদন এবং বিপণন করার অপরাধে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর কার্যালয়। শনিবার বিকেল তিনটার দিকে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কাঁচাগোল্লা উৎপাদন ও বিক্রির দায়ে জয়কালী বাড়ি মিষ্টির দোকান দ্বারিক ভান্ডারের মালিক রবীন্দ্রনাথ কুন্ডুকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সতর্কতামূলক নির্দেশ প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তানভীর জানান, অপরিষ্কার-অপরিচ্ছন্ন উপায়ে কাঁচাগোল্লা তৈরি করছে কিনা, তা তদারকি করতে র‌্যাব ৫ এর সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দ্বারিক ভান্ডারে দেখা যায় তারা অপরিষ্কার-অপরিচ্ছন্ন অবস্থায় কাঁচাগোল্লা উৎপাদন এবং বিক্রি করছেন। এই অপরাধে দোকান মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর