ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন
পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে আজ রবিবার সকাল ৬টায় শহরের ভাগিরথি চত্ত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। 

এরপরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার  মোহাম্মদ সাঈদুর রহমান, পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, পিরোজপুর প্রেসক্লাব, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।   পরে সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এতে পুলিশ, আনসার ও ভিডিপি, জেল পুলিশ, গার্লস ইন স্কাউটস সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন। এ ছাড়াও দিনব্যাপি যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর