ঢাকা, শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আজকের পত্রিকা

পানগুছি নদী থেকে চোরাই কয়লাসহ ১১ জন আটক
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদী থেকে একটি লাইটার জাহারে করে কয়লা পাচারের সময় ১১ জন শ্রমিককে আটক করেছে নৌ-পুলিশের সদস্যরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে ১১ জন শ্রমিকসহ লাইটার জাহাজটি আটক করা হলেও এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি। তবে, আজ শনিবার (১ এপ্রিল) জাহাজের চালক বাচ্চু মাঝিসহ আটক থাকা ১১ জন আনলোড শ্রমিককে বাগেরহাট কোর্টে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে সন্ন্যাসী নৌ-ফাঁড়ি পুলিশের ওসি শরিফুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে লাইটার জাহাজটি পানগুছি নদীর পঞ্চকরণ এলাকা থেকে আটক করা হয়েছে। এতে ইট ভাটায় ব্যবহারের জন্য কয়েক টন কয়লা রয়েছে। কয়লার পরিমাণ ও গন্তব্য জানা যায়নি। কয়লার ক্রয়-বিক্রয়ের কোন প্রকার কাগজ তারা দেখাতে পারেনি।

আটক হওয়া লাইটার জাহাজের মালিক শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত বলেন, ‘জাহাজটি ইট ও কয়লা বহনের জন্য জনৈক বাচ্চু মাঝি ভাড়া নিয়েছেন। অবৈধ কয়লাসহ কোথাও আটক হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে, বাচ্চু মাঝির ফোন বন্ধ পাচ্ছি’।  

এ বিষয়ে নৌ-পুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার শরিফুর রহমান বলেন, কয়লাসহ আটক জাহাজের চালক বাচ্চু মাঝি কয়লার কাগজপত্র দেখানোর কথা বলে সময় নিয়েও ব্যর্থ হয়েছেন। মামলার প্রস্ততি চলছে।

বিডি প্রতিদিন/আরাফাত



এই পাতার আরো খবর