ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেত্রকোনায় নিম্নআয়ের পরিবারে ঈদ সামগ্রী বিতরণ
নেত্রকোনা প্রতিনিধি

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে প্রায় অর্ধশত নিম্নআয়ের মানুষের মাঝে মাহে রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে ঈদ সামগ্রী বিতরণ করেছে একটি মানবিক সংগঠন। 

শুক্রবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চত্বরে নির্বাচন কমিশন কার্যালয়ের নিচ তলায় ‘কৃষিবিদ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি’র উদ্যোগে দরিদ্রদের মাঝে চাল, ডাল, তেল, চিনি, আলু, রসুন, পেয়াজ, লবণ, সেমাইসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের প্রাক্তন শিক্ষার্থীদের সহায়তায় এই খাদ্য সামগ্রী পেয়ে খুশি অসহায় পরিবারগুলো। জেলা শহরে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা নিম্নবিত্ত পরিবার খুঁজে তাদের হাতে খাবার প্যাকেট তুলে দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. রফিকুল আলম খান ও ফাউন্ডেশনের আজীবন সদস্য নেত্রকোনার সাবেক জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ।

তারা জানান, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক তিন শতাধিক ছাত্র-ছাত্রীদের নিজস্ব উদ্যোগে ফাউন্ডেশনটি গড়ে ওঠে। বর্তমানে তারা দেশের বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারি দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারী হিসেবে কর্মরত রয়েছেন। 

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন জন উদ্যোগের ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পাল, জন উদ্যোগের সদস্য স্বেচ্ছাসেবক সংগঠক সাংবাদিক আলপনা বেগম,  কালের কণ্ঠের শুভসংঘের সভাপতি সাংবাদিক সোহান আহমেদ কাকন। 

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর