ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঈদযাত্রা নিয়ে রাজবাড়ীতে প্রস্তুতি সভা
রাজবাড়ী প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের যাত্রা নির্বিঘ্ন করতে রাজবাড়ীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ঈদে ঘরমুখো যাত্রীদের জন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ফেরি ও ১৮টি লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হয়েছে। লঞ্চের ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী ওঠানো হবে। ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কাজ করবে। বেশ কয়েকটি টহল পুলিশের টিম যাত্রী ও যানবাহনের নিরাপত্তায় কাজ করবে।   

সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, দৌলতদিয়াতে সাতটি ফেরিঘাট রয়েছে। এর মধ্যে ৩টি ফেরিঘাট সচল রয়েছে। ৩টি ফেরিঘাট দিয়ে ২০টি ফেরি অপারেশন কষ্টকর হয়ে যাবে। এই ঘাটগুলোর মধ্য থেকে আরও দুইটি ঘাট সচল করা প্রয়োজন।   

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রানি সাহা, পুলিশ সুপার মো. রেজাউল করিম,  রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো, নজরুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন দৌলতদিয়া ফেরিঘাটের (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক মো. সালাউদ্দীন প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর