ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মেহেরপুরে বাংলা নববর্ষ বরণ
মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে মঙ্গল শোভাযাত্রা , আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলা নববর্ষকে বরণ করা হয়েছে।

শুক্রবার সকালে মেহেরপুর শিল্পকলা একাডেমি থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা প্রশাসক মো. আজিজুল ইসলামের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার রাফিউল আলম।

আলোচনা সভা শেষে মেহেরপুর শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর