ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নেত্রকোনায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
অনলাইন ডেস্ক
ছবি- বাংলাদেশ প্রতিদিন।

নেত্রকোনায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে সোমবার (১৭ এপ্রিল) বেলা আড়াইটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, প্রতিরোধ যোদ্ধা, আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

এডিসি সার্বিক মামুন খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিরোধ যোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আমিরুল ইসলাম (জিপি), সাধারণ সম্পাদক শামছুর রহমান ভিপি লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মানিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন ও নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসীন আলম। সভায় দিবসটির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন বক্তারা।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর