ঢাকা, শুক্রবার, ১৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

গোবিন্দগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩
গাইবান্ধা প্রতিনিধি

ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা হতে দিনাজপুরগামী একটি বাসে অভিযান চালিয়ে মঙ্গলবার ৮৫০ ইয়াবা এবং ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১৩। এসময় নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তারা চাঁদপুর ও কুমিল্লা জেলার বাসিন্দা।

র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে ঢাকা থেকে দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালানো হয়। সেসময় চাঁদপুর জেলার মতলব উত্তর থানার বকচর গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো. জুলহাস পিতা: মৃত আনু মিয়া, তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস লিমা এবং কুমিল্লা জেলার চান্দিনা থানার কাশিমপুর গ্রামের তোফাজ্জল হোসেনকে গ্রেফতার করা হয়। তারা অভিনব কায়দায় বাসের বক্সে লাগেজের ভিতর ৮৫০ পিস ইয়াবা এবং ১৮ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করছেন বলে স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব। গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তানন্তর করা হয়েছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর