ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঝুঁকিপূর্ণ যানবাহনে না ওঠার আহ্বান আইজিপির
কালিয়াকৈর প্রতিনিধি
ঝুঁকিপূর্ণ যানবাহনে না ওঠার আহ্বান আইজিপির

ঝুঁকিপূর্ণ যানবাহনে না ওঠতে যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, যাত্রীসাধারণকে আহ্বান করব তারা যেন ঝুঁকিপূর্ণ যানবাহনে না ওঠে।

তিনি আরও বলেন, বিভিন্ন গাড়ির ছাদে ওঠে যেন দুর্ঘটনার শিকার না হয় ও ট্রাকেও যাত্রী না ওঠে সেজন্য আমরা কাজ করছি। আমি বিশ্বাস করি এবার যে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে আমরা সকলে মিলে নাগরিকদের যার যার গন্তব্য সুন্দরভাবে পৌঁছা নিশ্চিত করতে পারব। সারাদেশে পুলিশ নিয়োজিত রয়েছে। যাত্রী সাধারণের নিরাপত্তা ও তারা যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছতে পারে সেজন্য সকলে একসাথে কাজ করছি।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আইজিপি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

বিডি প্রতিদিন/কালাম



এই পাতার আরো খবর