ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছে বলেই দেশের মানুষ শান্তিতে আছে: হুইপ ইকবালুর রহিম
দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদে হুইপ ইকবালুর রহিম বলেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এ দেশের মানুষ শান্তিতে আছে। বঙ্গবন্ধু কন্যা এই দেশটাকে সোনার দেশে পরিণত করতে নিরলসভাবে কাজ করছেন। দেশে যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় এক জেলার মানুষ আরেক জেলায় সহজেই যেতে পারছে। মানুষের জীবনমান উন্নত হচ্ছে। শুধু যোগাযোগ ব্যবস্থায় নয়, সকল ক্ষেত্রেই বঙ্গবন্ধু কন্যার উন্নয়ন স্বপ্ন নয় বাস্তবে রূপ নিয়েছে। শিক্ষা, ক্রীড়া, স্বাস্থ্যসেবা, পদ্মা সেতু, মেট্রোরেলসহ প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। যা বিএনপি-জামায়াতের আমলে হয়নি।’   তিনি বলেন, ‘দেশের মানুষ যেন শান্তিতে থাকে সেজন্য সকল ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন শেখ হাসিনা। যে কোন উৎসবে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন। বিনামূল্যে চাল প্রদান করছেন। ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দিয়ে জনগণের মাঝে শান্তি এনেছেন। দিনাজপুর সদর উপজেলায় ৬৮ হাজার ৮৮৭টি পরিবারকে দেয়া হচ্ছে ১০ কেজি করে চাল। শেখ হাসিনা ছাড়া দেশ ও দেশের মানুষের উন্নয়ন সম্ভব নয়।’   শুক্রবার দিনাজপুর সদর উপজেলার চেহেগাজী ইউনিয়নে ৭৫ লাখ টাকা ব্যয়ে রুদ্রপুর ইউনুস এর বাড়ি-বাঁশের হাট ন্যাশনাল হাইওয়ে পর্যন্ত নব-নির্মিত সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মোঃ আজগার আলী, রেজাউল করিম রাকি, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, সদর উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ জাকিউল আলম, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, সাবেক সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, চেহেলগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জর্জিস সোহেল, সাধারণ সম্পাদক মোঃ কাসেম আলী।

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর