ঢাকা, সোমবার, ২৯ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তেঁতুলিয়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়
পঞ্চগড় প্রতিনিধি
তেঁতুলিয়ায় বৃষ্টি জন্য নামাজ আদায়

অনাবৃষ্টির হাত থেকে মুক্তি পেতে ও বৃষ্টি চেয়ে খোলা মাঠে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

শুক্রবার জুমার নামাজের পর জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সরকারি কলেজ মাঠে বিভিন্ন এলাকার মুসল্লিরা একত্রে জমায়েত হয়ে জামাতে নামাজ আদায় করেন।

নামাজের ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন পঞ্চগড় নুরুন আলা নুর কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও আলেম মাওলানা আব্দুল হান্নান। এসময় বক্তব্য রাখেন মাওলানা মোখলেসুর রহমান ও জামাল উদ্দিন উদ্দিন।

মুসল্লিরা জানান, প্রচণ্ড তাপপ্রবাহের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচণ্ড রোদে নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে ক্ষেতের ফসল। আশঙ্কাজনকভাবে নেমে গেছে পানির স্তর। যার কারণে এখানকার অনেকের বাড়িতে টিউবওয়েলগুলোতে ঠিকমতো পানি মিলছে না। তাই আমরা জুমার নামাযের পর মহান আল্লাহর রহমতের বৃষ্টি চেয়ে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেসকার) আদায় করে আল্লাহর দরবারে দোয়া করলাম। যেন আল্লাহ আমাদের বৃষ্টি দিয়ে অনাবৃষ্টি থেকে মুক্তি দেন।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর