ঢাকা, রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

আজকের পত্রিকা

গোপালগঞ্জে বাল্যবিবাহ নিরোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সিভিল সোসাইটির সদস্যদের সাথে বাল্যবিবাহ নিরোধকল্পে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ঢাকা আহছানিয়া মিশন এ কর্মশালার আয়োজন করে।

আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো: জোবায়ের আহমেদ, প্রোগ্রাম কো-অডিনেটর মোঃ কবির উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরে উপ-পরিচালক মোঃ হারুন-উর-রশিদ বক্তব্য রাখেন। 

এ কর্মশালায় জেলার বিবাহ রেজিস্ট্রার কাজীবৃন্দ, সাংবাদিক ও নারী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালায় বাল্যবিবাহের কারণ, বাল্যবিবাহ নিরোধ আইন, বাল্যবিবাহ নিরোধ বিধি, বাল্যবিবাহ প্রতিরোধে সিভিল সোসাইটির সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর