ঢাকা, শনিবার, ২০ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

তিস্তা নদীর পাড়ে বাঁশের মাচায় ঈদ আড্ডা
নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীর পাড়ে হ্যারিকেন আর কুপির আলোয় বাঁশের তৈরি মাচায় বসে জমেছিল প্রাণবন্ত এক ঈদ আড্ডা। আধো আলো- আধো অন্ধকারে বিভিন্ন পেশাজীবী মানুষের গল্পের এই আড্ডা বুধবার সন্ধ্যা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। এই আড্ডার আয়োজনে ছিল সামাজিক সংগঠন ‘চলো হাসি ছড়াই’। মহিপুর বাজারের পূর্ব প্রান্তে তিস্তার কোল ঘেঁষে বিজয় বাঁধের ধারে এই ব্যতিক্রমি আয়োজন সবলকে নির্মল বিনোদন দিয়েছে। ‘অর্থনীতির চাকা যারা, কেমন কাটালো ঈদ তারা’ এই চিন্তাকে ধারণ করে আয়োজিত আড্ডায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদ উদযাপনসহ তাদের সুখ-দুঃখসহ সমস্যা আর সম্ভাবনার কথা বলেন। আড্ডায় জীবন কথার পাশাপশি ছিল মাটি-মানুষের গান ও তিস্তা নদীতে নৌকা ভ্রমণ।

চলো হাসি ছড়াই এর সভাপতি আদনান সামীর সভাপতিত্বে এবং জাকিউল আলম স্বপন ও আব্দুল মুনাঈমের সঞ্চালনায় এবারের ঈদ উদযাপন এবং আগামী দিনে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে উঠা যাবে কিভাবে এসব নিয়ে আলোচনা করেন গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, ডা. জীবন রুবাইয়াত, রংপুর সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, গঙ্গাচড়া সরকারি কলেজের প্রভাষক নবকৃঞ্চ সরকার, বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, নজরুল ইসলাম, নারীনেত্রী আঞ্জুমানারা বেগম মিনি, জেলেদের প্রতিনিধি নুরুজ্জামান, তাঁতিদের প্রতিনিধি আলমগীর হোসেন, কৃষক প্রতিনিধি মুকুল মিয়া, স্থানীয় সাংবাদিক আব্দুল বারী স্বপন, চলো হাসি ছড়াই সংগঠনের সাবেক সভাপতি গোলাম সারওয়ার উৎসব ও তিস্তার চরের একটি বিদ্যালয়ের শিক্ষক রওনক জাহান। ব্যতিক্রমী এই ঈদ আড্ডায় অনুষ্ঠানের মূলমঞ্চের চারপাশে নদীপাড়ের মানুষজন অনুষ্ঠান উপভোগ করেন। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর