ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

আমতলীতে কৃষি প্রণোদনা প্রদান ও কন্দাল ফসলের কৃষি মেলা
বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার ৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষি বিভাগ থেকে ৬৫০০ জন কৃষকের মধ্য কৃষি প্রণোদনা প্রদান করা হয়। 

উপজেলা পরিষদ ও কৃষি বিভাগ আয়োজিত টিটিডিসি মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফুল আলমের সভাপতিত্বে কৃষক সমাবেশ ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। 

উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল ইসলামের সঞ্চলনায় কৃষক সমাবেশে বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আ. কাদের, পৌর মেয়র মতিয়ার রহমান, অতিরিক্ত উপ-পরিচালক কৃষি বিভাগ এস এম বদরুল আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন মৃধা, আক্তারুজ্জামান খান, আসাদুজ্জামান মিন্টু, কৃষক আল-আমিন ও মোঃ জসিম প্রমূখ।

কৃষি প্রণোদনা হিসাবে প্রতি কৃষককে ৫ কেজি আউশ ধান বীজ, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি প্রদান এবং ৫টি কম্বাইন হারভেস্টারসহ কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। 

পরে সংসদ সদস্য ৩ দিনব্যাপী কন্দাল ফসল (আলু, মিষ্টি আলু, গাছ আলু, পানি কচু, লতি কচু, মুখীকচু, ওলকচু, কাসাভা শস্যর) মেলার উদ্বোধন করেন। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন



এই পাতার আরো খবর