ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

নলছিটিতে দাখিল পরীক্ষায় শিক্ষকের জরিমানা ও পরীক্ষার্থী বহিষ্কার
ঝালকাঠি প্রতিনিধি

দাখিল পরীক্ষায় ঝালকাঠির নলছিটিতে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার ও নকলে সহায়তা করার অভিযোগে এক শিক্ষককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্র সূত্রে জানা গেছে, দাখিল পরীক্ষায় আরবি প্রথমপত্র পরীক্ষা চলাকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের  সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে পরীক্ষায় অসদুপায় অবলম্বনকালে মো. রায়হান নামে এক পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে তাকে বহিষ্কার করেছে। এসময় নকলে সহায়তা করার জন্য কক্ষ পরিদর্শক এ কে আজাদকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা।

কেন্দ্র সচিব মোহাম্মদ বাহাউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার্থীদের অবৈধ সহযোগিতা করার দায়ে অর্থদণ্ডপ্রাপ্ত এ কে আজাদ উপজেলার ভৈরবপাশা দাখিল মাদ্রাসার কম্পিউটার শিক্ষক। আর অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত রায়হান সরমহল হাশেমিয়া দাখিল মাদ্রাসার ছাত্র।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর