ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে উপহারের ট্যাব বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
শিক্ষার্থীর হাতে উপহারের ট্যাব তুলে দেওয়া হয়

বগুড়ার শেরপুরে মাধ্যমিক ও সমমানের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৮ মেধাবী শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাব বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদের সভা কক্ষে সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ট্যাব বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য হাবিবর রহমান বলেন, আজকের শিশু-কিশোররা আগামীর ভবিষ্যৎ। তারাই একদিন জাতিকে নেতৃত্ব দেবে। তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির জ্ঞান বাড়াতে হবে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা, শেরপুর উলিপুর আমেরিয়া সমতুল্ল্যাহ, মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই বারি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবু তালেব আকন্দ, কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান, এমপির পিএস কোরবান আলী মিলন, সুপার আতাউর রহমান প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর