ঢাকা, বুধবার, ১৭ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ছাতকে যুবলীগ নেতা লায়েক হত্যা, তিনজন কারাগারে
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রতীকী ছবি

সুনামগঞ্জের ছাতকে যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যা মামলায় যুবলীগ নেতা তানভীর রহমানসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন তারা। আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য দুজন হলেন-যুবলীগ নেতা সাদমান মাহমুদ সানী ও সাবেক জামায়াত নেতা আলাউদ্দিন। এর আগে ওই মামলার অপর ১০ আসামিকেও আদালত কর্তৃক জেলহাজতে পাঠানো হয়। বাদীর আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী ৩ আসামিকে জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে ছাতক উপজেলা সদরের গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন উপজেলা যুবলীগের সহ-সভাপতি লায়েক মিয়া। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘটিত এই খুনের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ভাই।

পরে এর জেরে সুনামগঞ্জ-৫ আসনে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মুহিবুর মানিক এবং ওই আসনের মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরীর বিরুদ্ধে আদালতে পাল্টাপাল্টি মামলা হয়। এ নিয়ে উত্তপ্ত রয়েছে শিল্পনগরী খ্যাত ছাতকের রাজনীতির মাঠ।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর