ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

দিনাজপুরে কোচিং সেন্টারকে জরিমানা
দিনাজপুর প্রতিনিধি

এসএসসি ও সমমানের চলমান পরীক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে চালু রাখায় আবারও দিনাজপুরে এক প্রাইভেট কোচিং সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

এ নিয়ে গত কয়েকদিনে পৃথক অভিযানে কয়েকটি কোচিং সেন্টারকে তিন লক্ষাধিক টাকা জরিমানা করা হলেও নিষেধাজ্ঞা অমান্য করে চালু রাখছে কোচিং সেন্টারগুলো।  এসএসসি ও সমমানের চলমান পরীক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী দিনাজপুরের কোচিংগুলোর বিরুদ্ধে শক্ত অবস্থানে উপজেলা প্রশাসন।

শুক্রবার দিনাজপুর শহরের মুন্সিপাড়ার পবিত্র প্রাইভেট কোচিং সেন্টারকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাথী দাস।

এ সময় তিনি জানান, শুক্রবার পবিত্র কোচিং সেন্টারের পরিচালক পবিত্র কুমার কবিরাজকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এসএসসি পরীক্ষা শেষ না পর্যন্ত কোচিং বন্ধের নির্দেশ দেওয়া হয় ।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর