ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

ঝিনাইগাতীতে হত্যার ঘটনায় মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ
শেরপুর প্রতিনিধি
সংবাদ সম্মেলন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আলোচিত বিশু হত্যার ঘটনায় মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে। এজন্য মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন করেছে আসামি পক্ষের পরিবার।

সোমবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজারে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় আসামিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মামলার ৭ নম্বর আসামি হামিদুল্লাহর ছেলে আবু তাহের।

তার দাবি, ২০২১ সালে জুলাই মাসের শেষ দিকে বিশু হত্যার শিকার হন। এ ঘটনায় প্রথমে পাঁচজনকে আসামি করে বিশুর স্ত্রী খোরশেদা বেগম বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর ১৬ দিন পর শেরপুর সিআর আমলী আদালত ঝিনাইগাতী শেরপুর কোর্টে ৯ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করা হয়। আদালতের মামলায় চারজনকে নতুনভাবে সংযুক্ত করা হয়, যা দুইটি মামলার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, মামলা দিয়ে একটি কুচক্রী মহল খারাপ উদ্দেশ্যে আমাদের এই খুনের ঘটনায় অভিযুক্ত করেছেন। অভিযুক্তরা একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল সত্য বের করে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

বিডিপ্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর