ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

চরভদ্রাসনে দুই দিনব্যাপী কৃষকদের প্রশিক্ষণ
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে কৃষক ও কৃষাণীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মঙ্গলবার প্রথম দিনে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ত্রিশ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর অডিটরিয়ামে এর আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ফরিদপুর অঞ্চল) এর অতিরিক্ত পরিচালক মো. হারুন অর  রশিদ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) এর উপ-পরিচালক মো. জিয়াউল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রেফায়েত উল ইসলাম, কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জেল হোসেন।   ‘

কৃষি কর্মকর্তা জানান, কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। দ্বিতীয় দিনেও ত্রিশজনকে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিডিপ্রতিদিন/কবিরুল



এই পাতার আরো খবর