ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

৪০ বছর পর খুলল রমেকের দক্ষিণ দুয়ার, জনমনে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ দিকের প্রবেশদ্বার দীর্ঘ ৪০ বছর পর খুলে দেয়া হয়েছে। এর সুফল পাচ্ছেন রোগী ও সাধারণ জনগণ।

ওই গেটটি বন্ধ থাকার কারণে হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের অনেকটা পথ ঘুরে যেতে হত। প্রবেশদ্বারটি থাকলেও তা ব্যবহার করতে দেয়া হত না। সম্প্রতি হাসপাতালের দক্ষিণ দিকের প্রবেশদ্বারটি খুলে দেওয়া হলে সকলের মাঝে স্বস্তি নেমে আসে।    ওই এলাকার বাসিন্দা মোঃ রাশিদুল ইসলাম বলেন, এই  প্রবেশদ্বার দীর্ঘ ৪০ বছর পর খুলে দেওয়ার ফলে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা খুব সহজে রংপুর নগরীর ধাপ এলাকায় ওষুধ নিতে ফার্মেসিতে যেতে পারবে এবং রোগীরা সহজেই ডায়গনস্টিক সেন্টারে যেতে পারবে।   উত্তম হাজিরহাট থেকে চিকিৎসা নিতে আসা মোঃ রাসেল মিয়া বলেন, এই গেট খুলে দেয়ায় খুব সহজেই হাসপাতাল থেকে বাইরে বের হতে পাচ্ছি এবং প্রবেশ করতে পারছি। 

মহানগর আওয়ামী লীগের আহবায়ক ও চিকিৎসকদের নেতা ডা. দেলোয়ার হোসেন বলেন, ৪ যুগের বেশি সময় ধরে ওই গেটটি ব্যবহার হচ্ছিল না। সকলের সুবিধার কথা চিন্তা করে গেটটি খুলে দেয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/নাজমুল



এই পাতার আরো খবর