ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

সেতাবগঞ্জ চিনিকলের গ্র্যাচুইটির টাকার দাবিতে বিক্ষোভ
দিনাজপুর প্রতিনিধি
চিনিকলের গ্র্যাচুইটির টাকার দাবিতে বিক্ষোভ

দিনাজপুরের বন্ধ হওয়া একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুইটির টাকার দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দেওয়া হয়েছে। সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীরের পক্ষে জিএম (প্রশাসন) ফয়জুল হক স্মারকলিপি গ্রহণ করেন।

বুধবার বেলা ১১টায় সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়ন অফিস থেকে বের হয়ে সেচিক শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিলটি চিনিকলের প্রধান ফটকে এসে জমায়েত হয়।

এসময় জমায়েতে গ্র্যাচুইটি প্রদানের দাবিতে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী পরিষদের আহ্বায়ক মো. আমজাদ হোসেন, সদস্য সচিব মো. আব্দুল হামিদ, সদস্য মো. আকতার হোসেন প্রমুখ।

অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীরা জানান, ২০১৬ সাল থেকে চিনিকলের অবসরপ্রাপ্ত ২১৬ জন শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুইটির আনুমানিক ১২ কোটি টাকা পাওনা রয়েছে। অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের প্রতিটি পরিবার সময় মতো টাকা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে। তাই অতি দ্রুত গ্র্যাচুইটির টাকা পরিশোধের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর