ঢাকা, মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

বোয়ালমারীতে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
বোয়ালমারীতে দুর্নীতি প্রতিরোধ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ‘গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে। ‘রুখবো দুর্নীতি গড়ব দেশ হবে সোনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও শাহ জাফর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মো. সাজিদ-উর-রোমান, উপ-সহকারী পরিচালক মো. কামরুল হাসান, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহম্মদ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ প্রমুখ।

‘দুর্নীতি মুক্ত দেশ গঠনে পরিবারের ভূমিকাই মূখ্য’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বোয়ালমারী জর্জ একাডেমী, রানার্স আপ সহস্রাইল পাইলট উচ্চ বিদ্যালয়। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের দলনেতা তোয়া আফরিন।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের প্রভাষক কাকলী খানম, শাহ জাফর টেকনিক্যাল কলেজের বাংলা বিভাগের প্রভাষক নাসরিন আক্তার, সহকারী অধ্যাপক ডা. কাজী তারেক পারভেজ। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করে প্রভাষক মারুফা আক্তার।

দিনব্যাপী এ বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা অংশগ্রহণ করে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি বিদ্যালয়কে সততা স্টোরের উপকরণ ক্রয়ের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা রকিবুল হাসান।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর