ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাগুরায় ধর্ম মন্ত্রণালয়ের অধিনে দিনব্যাপী প্রশিক্ষণ
মাগুরা প্রতিনিধি
ছবি- বাংলাদেশ প্রতিদিন।
মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ।    রবিবার (১১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের অধিনে মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।   অতিরিক্ত জেলা প্রশাসক হালিমা খাতুনের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন আবু সায়েম। বিভিন্ন ধর্মের একশত ধর্মীয় নেতা এ প্রশিক্ষণে অংশ নেন।   প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর এমপি বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এরকম কোনও ধর্ম সম্পর্কেই কারও বলা উচিত না। বিশেষ করে বর্তমানে মিথ্যা প্রপাগান্ডা বা ফেসবুকে উষ্কানিমূলক কোনও ধর্মের বিষয়ে খেলা করা যাবে না। কারো লেখা উচিতও নয়।   তিনি আরও বলেন, যদি কখনো এ ধরনের কিছু ঘটে তাহলে আপনাদের উচিত সকলকে শান্ত করা এবং প্রকৃত বিষয় উদঘাটনের মাধ্যমে বিষয়টির নিরসন করা। প্রয়োজনে এধরনের কোন কিছু চোখে পড়লে সাথে সাথে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো।                                                                                          বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ


এই পাতার আরো খবর