ঢাকা, সোমবার, ২২ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে দিনাজপুরে সংবাদ সম্মেলন
দিনাজপুর প্রতিনিধি

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) দিনাজপুর জেলা শাখা। বুধবার দিনাজপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: মাতলুবুল মামুন। 

এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, দেশ ও জনগণের স্বার্থে জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন, শিক্ষায় বিনোয়োগ, ইউনেস্কো-আইএলওর সুপারিশসমূহ বাস্তবায়ন এবং সবার জন্য শিক্ষা গ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। স্মার্ট শিক্ষক ও দক্ষ মানবসম্পদ পেতে হলে শিক্ষবিনিয়োগ বৃদ্ধিসহ মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের কোন বিকল্প নেই। ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পূর্বেই মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না দিলে আগামী ১১ জুলাই থেকে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।   সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মো: ফজলুর রহমান, বুনু বিশ্বাস, মো: আ: হামিদ, মো: মাসউদ আলম, মো: মিজানুর রহমান, হাসনা ইয়াসমিন, সনাৎ চক্রবত্তী লিটু প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর