ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

মাগুরায় জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি-২০২২ অবহিতকরণ কর্মশালা
মাগুরা প্রতিনিধি

মাগুরায় জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি অবহিতকরণ কর্মশালা আজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘জাতীয় উন্নয়ন কর্তৃপক্ষ(এনএসডিএ) এ কর্মশালার আয়োজন করে।

 জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (সমন্বয় ও অ্যাসেসমেন্ট) যুগ্ম সচিব মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, এনএসডিএ এর উপ-পরিচালক গীতা রাণী, মিজানুর রহমান, সহকারী পরিচালক শান্ত মল্লিক, মাগুরা পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। বক্তব্য রাখেন জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শহীদুল ইসলাম, মাগুরা পলিকেটনিক ইসন্টিটিউটের অধ্যক্ষ মনির হোসেন, সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ। কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এএ



এই পাতার আরো খবর