ঢাকা, রবিবার, ২৮ জুলাই, ২০২৪

আজকের পত্রিকা

চরভদ্রাসনে আগুনে পুড়ে ছাই দুই ঘর
চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
চরভদ্রাসনে আগুন পুড়ে ছাই দুই ঘর

ফরিদপুরের চরভদ্রাসনে আগুনে দুটি ঘর পুড়ে গেছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার গাজীরটেক ইউনিয়নের ঢালারপার গ্রামের সেখ লতিফের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে চরভদ্রাসন ফায়ার সার্ভিস ও এলাকাবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, আগুন লাগার সাথে সাথে তা ছড়িয়ে পড়ে। এতে গরু রাখার একটি টিনের ঘর ও একটি রান্না ঘর পুড়ে যায়। ঘরে থাকা গরুটি উদ্ধার করতে গিয়ে লতিফের হাতের এক অংশ দগ্ধ হয়। এছাড়া গরুটির পিঠের বেশ কিছু অংশ দগ্ধ হয়েছে।

চরভদ্রাসন ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আক্কাস আলী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চরভদ্রাসন পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিসের এজিএম মাহফুজুর রহমান বলেন, তিনি বাইরে আছেন। শর্ট সার্কিটের ঘটনায় আগুনের বিষয়ে তিনি অবগত নন।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হবে।

বিডি প্রতিদিন/এমআই



এই পাতার আরো খবর